কোয়ারি ইজারা (ব্যক্তিমালিকানাধীন ভূমি)

সেবা প্রদান পদ্ধতি

আবেদন প্রাপ্তির পর আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র যথার্থ কিনা তা যাচাই-বাছাই করে যর্থাথ হলে বিধি মোতাবেক মূল্য নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধি মনোনয়নের জন্য পত্র প্রেরণ করা হয়। প্রতিনিধি মনোনয়ন পাওয়ার পর বিএমডি, জিএসবি এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে আবেদনকৃত এলাকা সরেজমিন পরিদর্শন করে জমির মালিকানা, ধরন ইত্যাদি যাচাই-বাছাই এবং স্থানীয় বাজার দর মোতাবেক কোয়ারি ইজারামূল্য নির্ধারণ করা হয়। অতঃপর সকল কাগজপত্রসহ ধার্যকৃত মূল্যে ইজারা প্রদানের লক্ষ্যে অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রেরণ করা হয়। সরকারের অনুমোদন প্রাপ্তির পর আবেদনকারীর নিকট হতে সম্পূর্ণ ইজারামূল্য, নিরাপত্তা জামানত ও সরকারি অন্যান্য নির্ধারিত পাওনাদি অগ্রিম প্রাপ্তি সাপেক্ষে বিধি অনুযায়ী কোয়ারি ইজারাচুক্তি সম্পাদনপূর্বক আবেদনকারীর অনুকূলে ইজারা মঞ্জুরিপত্র ও কার্যাদেশ প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:

ক) আবেদন ফি প্রদানের ট্রেজারি চালানের মূল কপি;
খ) ২০০ (দুইশত) হেক্টরের বেশি নয় এরূপ এলাকার জন্য ম্যাপ/স্কেচ প্লান এবং যদি এলাকা ২০০ (দুইশত) হেক্টরের অধিক হয় তা হলে আবেদিত এলাকা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ প্রদর্শনপূর্বক স্কেচ প্লান;
গ) মালিকের নামসহ আবেদনকৃত জমির তফসিল;
ঘ) অংশীদারী ফার্মের ক্ষেত্রে অংশীদারী দলিলের প্রামাণিক কপি;
ঙ) সীমিত আয় কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নিয়মিতকরণ/নিবন্ধন সনদের কপিসহ সংঘ স্মারক এবং সংঘ বিধি এবং প্রসপেক্টাস বা সমমানের আইনগত দলিলের কপি;
চ) স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী/পরিচালক/অংশীদারগণের ছবি;
ছ) স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী/পরিচালক/অংশীদারদের জাতীয়তা ও নাগরিকত্বের সনদ এবং বিদেশি কোম্পানির ক্ষেত্রে আবেদনকারী/পরিচালক/অংশীদারগণের হালনাগাদ/কার্যকর পাসপোর্টের প্রামাণিক কপি;
জ) স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে ব্যাংক স্বচ্ছলতার সনদ, ট্রেড লাইসেন্স এবং টিআইএন সনদ;
ঞ) বিদেশি নাগরিক বা বিদেশি কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধনের দালিলিক প্রমাণ।
ট) ব্যুরোর তালিকাভুক্ত একজন পরামর্শক ভূতাত্ত্ববিদ কর্তৃক প্রদত্ত ভূতাত্ত্বিক প্রতিবেদন।

সেবা প্রাপ্তির সময়কাল:

৬০ (ষাট) কর্মদিবস।

নিবন্ধন করুন