Query lease (privately owned land)
Methods of service delivery
Upon receipt of the application, a letter is sent to the Department of Geological Survey of Bangladesh (GSB) and a representative of the local administration to nominate a representative to verify the validity of the documents submitted with the application. After receiving the nomination, the BMD, GSB and local administration representatives inspected the applied area and verified the ownership, type etc. of the land and specificized the query lease price according to the local market price. Then all the documents are sent to the Department of Energy and Mineral Resources for approval for the purpose of giving the lease at the fixed price. After obtaining the approval of the government, the lease grant and work order are issued in favor of the applicant by executing the query lease agreement as per the rules, subject to advance receipt of full lease price, security deposit and other prescribed government dues from the applicant.
Required documents:
ক) আবেদন ফি প্রদানের ট্রেজারি চালানের মূল কপি;
খ) ২০০ (দুইশত) হেক্টরের বেশি নয় এরূপ এলাকার জন্য ম্যাপ/স্কেচ প্লান এবং যদি এলাকা ২০০ (দুইশত) হেক্টরের অধিক হয় তা হলে আবেদিত এলাকা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ প্রদর্শনপূর্বক স্কেচ প্লান;
গ) মালিকের নামসহ আবেদনকৃত জমির তফসিল;
ঘ) অংশীদারী ফার্মের ক্ষেত্রে অংশীদারী দলিলের প্রামাণিক কপি;
ঙ) সীমিত আয় কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নিয়মিতকরণ/নিবন্ধন সনদের কপিসহ সংঘ স্মারক এবং সংঘ বিধি এবং প্রসপেক্টাস বা সমমানের আইনগত দলিলের কপি;
চ) স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী/পরিচালক/অংশীদারগণের ছবি;
ছ) স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী/পরিচালক/অংশীদারদের জাতীয়তা ও নাগরিকত্বের সনদ এবং বিদেশি কোম্পানির ক্ষেত্রে আবেদনকারী/পরিচালক/অংশীদারগণের হালনাগাদ/কার্যকর পাসপোর্টের প্রামাণিক কপি;
জ) স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে ব্যাংক স্বচ্ছলতার সনদ, ট্রেড লাইসেন্স এবং টিআইএন সনদ;
ঞ) বিদেশি নাগরিক বা বিদেশি কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধনের দালিলিক প্রমাণ।
ট) ব্যুরোর তালিকাভুক্ত একজন পরামর্শক ভূতাত্ত্ববিদ কর্তৃক প্রদত্ত ভূতাত্ত্বিক প্রতিবেদন।